জোকস - 3: মজার বিজ্ঞাপন...
প্রথমে পড়লাম
গ্রামীণফোনের
খপ্পরে।
আমারে কইলো "কাছে
থাকুন।"
গেলাম কাছে,
কিছুক্ষণ পর আমার
হাত ধইরা কইলো
"চলো
বহুদূর।"
গ্রামীণ ফোনের সাথে
বহুদূর যাইতে
যাইতে সন্ধ্যা
হয়ে গেল।
চারিদিকে অন্ধকার
হয়ে উঠল।
আমি কইলাম আলো
দরকার।
--এইবার রবি আইসা
কইলো ঐ মিয়া
"জ্বলে উঠুন
আপন শক্তিতে।"
আমি কইলাম. ক্যামনে
জ্বলুম? বেসম্ভব
ব্যাপার।
--এই সুযোগে
বাংলালিংক আইয়া
কইলো, “দিন
বদলের চেষ্টায়”
থাকুন পারবেন ই,
বাংলালিংক যখন
দেখলো দিন
বদল করতে পারছে না,
তখন বললো আগে তো
এই কাজ করোনি,
এখন
"নতুন কিছু করো"
আমি নতুন কিছুও
করতে পারলামনা......
কইলাম তাইলে কি
করুম আমি বাড়ি
ফিরতে চাই।
আমি উল্টা ঘুরে
দৌড়াচ্ছি......
--এমন সময় দেখি
একটা বিশাল বাঁধ,
আমি বাঁধ
পেরিয়ে আসতে পারছি
না।
হঠাৎ বাঁধের পাশে
হাজির টেলিটক,
আর দেখা মাত্র
বলল "বাধঁ
ভেঙে দাও।"
রবির আবার কানে
সমস্যা। সে শুনল
"দাত ভেঙে
দেও!" শুনা মাত্রই
রবি গিয়ে টেলিটকের
মুখ বরাবর
সিরাম জোরে এক
ভয়ানক
ঘুসি মেরে দিল!
-- এদিকে আমি
দৌড়াচ্ছি বাসার
কাছাকাছি এসে
দেখি বাসায়
দরজা বন্ধ করে সবাই
ঘুমিয়ে পড়েছে।
আমি খুবই
হতাশ হলাম।
-- তখন বাংলালিংক
কইলো "আপনার
ফিরে আসার
মুল্য আর কেউ
না বুঝলেও আমরা
বুঝি।" তারপর সে
আমারে
বাংলালিংক কেয়ার
সেন্টারে লইয়া গেল।
এভাবেই আমার
বিজ্ঞাপণীয়
দূস্বপ্নের সমাপ্তি
ঘটিল।...!!
গ্রামীণফোনের
খপ্পরে।
আমারে কইলো "কাছে
থাকুন।"
গেলাম কাছে,
কিছুক্ষণ পর আমার
হাত ধইরা কইলো
"চলো
বহুদূর।"
গ্রামীণ ফোনের সাথে
বহুদূর যাইতে
যাইতে সন্ধ্যা
হয়ে গেল।
চারিদিকে অন্ধকার
হয়ে উঠল।
আমি কইলাম আলো
দরকার।
--এইবার রবি আইসা
কইলো ঐ মিয়া
"জ্বলে উঠুন
আপন শক্তিতে।"
আমি কইলাম. ক্যামনে
জ্বলুম? বেসম্ভব
ব্যাপার।
--এই সুযোগে
বাংলালিংক আইয়া
কইলো, “দিন
বদলের চেষ্টায়”
থাকুন পারবেন ই,
বাংলালিংক যখন
দেখলো দিন
বদল করতে পারছে না,
তখন বললো আগে তো
এই কাজ করোনি,
এখন
"নতুন কিছু করো"
আমি নতুন কিছুও
করতে পারলামনা......
কইলাম তাইলে কি
করুম আমি বাড়ি
ফিরতে চাই।
আমি উল্টা ঘুরে
দৌড়াচ্ছি......
--এমন সময় দেখি
একটা বিশাল বাঁধ,
আমি বাঁধ
পেরিয়ে আসতে পারছি
না।
হঠাৎ বাঁধের পাশে
হাজির টেলিটক,
আর দেখা মাত্র
বলল "বাধঁ
ভেঙে দাও।"
রবির আবার কানে
সমস্যা। সে শুনল
"দাত ভেঙে
দেও!" শুনা মাত্রই
রবি গিয়ে টেলিটকের
মুখ বরাবর
সিরাম জোরে এক
ভয়ানক
ঘুসি মেরে দিল!
-- এদিকে আমি
দৌড়াচ্ছি বাসার
কাছাকাছি এসে
দেখি বাসায়
দরজা বন্ধ করে সবাই
ঘুমিয়ে পড়েছে।
আমি খুবই
হতাশ হলাম।
-- তখন বাংলালিংক
কইলো "আপনার
ফিরে আসার
মুল্য আর কেউ
না বুঝলেও আমরা
বুঝি।" তারপর সে
আমারে
বাংলালিংক কেয়ার
সেন্টারে লইয়া গেল।
এভাবেই আমার
বিজ্ঞাপণীয়
দূস্বপ্নের সমাপ্তি
ঘটিল।...!!
Comments
Post a Comment